Breaking News
Home / International / বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে এবার পিংক বল টেস্ট

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে এবার পিংক বল টেস্ট

টেস্ট ক্রিকেটের নতুন সংস্করণ গোলাপি তথা পিংক বলের টেস্ট। আগামী বছর ভারতে সফর করবে ইংল্যান্ড। এই সফরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ আয়োজন করবে ভারত। বিশেষত্ব আনতে ম্যাচটি গোলাপি বলে আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করেছে ভারত, যার নাম মোতেরা স্টেডিয়াম। গুজরাটে অবস্থিত এই স্টেডিয়ামেই ২৪ ফেব্রুয়ারি দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্টও চেন্নাইতে, ১৩ ফেব্রুয়ারি থেকে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে পিংক বল টেস্ট। দিন রাতের সেই ম্যাচ মোতেরাতে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ টেস্টও হবে একই ভেন্যুতে। ৪ মার্চ শুরু হবে সেই ম্যাচ।

এরপর ২ দলের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। এই সিরিজ শুরু হবে ১২ মার্চ থেকে। ৫টি ম্যাচই হবে আহমেদাবাদে। একদিন পরপর হওয়া ম্যাচগুলির শেষ ম্যাচ মাঠে গড়াবে ২০ মার্চ। এরপর একদিনের সিরিজ খেলতে দুই দল চলে যাবে পুনেতে। সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৩ মার্চ। একই মাঠে সিরিজের বাকি দুটো ম্যাচ হবে ২৬ এবং ২৮ মার্চ।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ডের ভারত সফরের কথা ছিল। করোনা মহামারির কারণে ২ দেশের সম্মতিতে তা পিছিয়ে দেয়া হয়। সেই সিরিজই এবার হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

About ja

Check Also

করোনা নিয়ে নতুন তথ্য দিল মার্কিন সংস্থা

বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ায় বলে আগেই প্রমাণ করেছিল যুক্তরাষ্ট্রের বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘ল্যানসেট’। এবার এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *